হোম > খেলা > ক্রিকেট

টি-২০ লিগ খেলার সময় পরিবারকে ভুলে থাকা যায়, টেস্ট খেলতে নামলে মনে পড়ে কেন?

পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট এমনিতেই খেলার কথা ছিল না কুইন্টন ডি ককের। তবে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হারের পর আচমকা এই সংস্করণকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক-ব্যাটার। অথচ মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট থেকে অবসর নেবেন—এমন কোনো আভাস ছিল না।

অবসরের কারণ জানাতে গিয়ে ডি কক পরিবারকে বেশি সময় দেওয়ার কথা বলেছেন। প্রোটিয়া ক্রিকেটারের এমন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক ডি ককের অবসরকে নাটক হিসেবে দেখছেন।

নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘দেড় বছর ধরে লক্ষ্য করছি ডি কক অদ্ভুত ক্রিকেট খেলছে। সে পাকিস্তান সফরে অধিনায়ক হিসেবে এল। এরপরেই নেতৃত্ব ছেড়ে দিল। এবার (ভারতের বিপক্ষে) একটা টেস্ট খেলেই অবসর নিল। এতে দলের ভারসাম্য ও বাছাই নীতি নষ্ট হতে পারে। অধিনায়কের মানসিকতায় প্রভাব পড়তে পারে।’

সালমান আরও বলেছেন, ‘আচমকা অবসরকে খেলোয়াড়েরা নাটক বানিয়ে ফেলেছে। দুই মাসের জন্য অন্য দেশে টি-২০ লিগ খেলতে গেলে পরিবারের কথা মনে পড়ে না? শুধু মাত্র টেস্ট ক্রিকেটের সময়ই এমন হয় কেন? তুমি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় খেলছ। তবু টেস্টের প্রতি এমন অনীহা বাইরের দেশে লিগ খেলার জন্যই।’

ডি কক টেস্ট ক্যারিয়ার থামিয়েছেন ৫৪ ম্যাচে। ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে করেছেন ৩৩০০ রান। উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২ টি। 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন