হোম > খেলা > ক্রিকেট

তামিমের পর এবার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন গাজী সোহেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঠেই অসুস্থ হয়ে পড়েছেন গাজী সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কদিন আগে মাঠেই অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ অনেকটা একই রকম ঘটনা ঘটেছে।মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের ম্যাচের আম্পায়ার গাজী সোহেল টসের পর অসুস্থ হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টসের পর আম্পায়ার গাজী সোহেল অসুস্থ বোধ করছিলেন। তিনি তখন ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু ঘুমাতে পারেননি। মাথা ঘুরছিল বলে জানান। পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে।

বিকেএসপির মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার সামির উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু তাঁর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে ঘুম কম হয়েছে। এজন্যই মূলত তাঁর শরীর দুর্বল। অসুস্থতার সূত্রপাত সেখান থেকেই হতে পারে। ব্লাড প্রেশার ঠিকই আছে, তবে হার্টরেট বেশি। এখন উনি ঘুমাচ্ছেন। আধা ঘণ্টা হয়েছে তিনি পর্যবেক্ষণে আছেন। আর আধা ঘণ্টা পর তাঁকে আমরা ছেড়ে দেব। তিনি স্বাভাবিক হয়ে উঠছেন।’

গাজী সোহেল অসুস্থ হওয়ায় তাঁর বদলি হিসেবে আম্পায়ারিং করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন হাবিবুর রহমান।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস