ক্রীড়া ডেস্ক
অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়—মুকুন্দরাম চক্রবর্তীর বাণীটি যেন বিরাট কোহলির সঙ্গে মিলে যাচ্ছে।
ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করছেন কোহলি। ভারতের এক সময়কার ‘রান মেশিন’কে মানসিক চাপ থেকে মুক্তি দিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখেননি নির্বাচকেরা। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের ওয়ানডে দল যখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পথে, কোহলি তখন স্ত্রী-সন্তান নিয়ে ছুটি কাটাতে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। কিন্তু সেখানেও শান্তিতে নেই ভারতের সাবেক অধিনায়ক।
দীর্ঘ দিন ধরেই ছন্দে নেই কোহলি। ভারতীয় ব্যাটারের ফর্ম এতটাই খারাপ যে, শেষ পাঁচ ইনিংসে ২০ পেরোনো ইনিংস নেই একটিও। অবকাশ যাপন শেষে চাঙা হয়ে ফিরবেন কই, উল্টো গরমে আরও কাহিল দশা তাঁর। দুর্দিন বোধ হয় সহজেই ফুরোচ্ছে না কোহলির।