হোম > খেলা > ক্রিকেট

ছেলের কাঁধে ওয়ার্নের মরদেহ, পরিবারের চিরবিদায়

ক্রীড়া ডেস্ক

শেন ওয়ার্নের মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গেছে। আজ মেলবোর্নের কাছের মানুষেরা বিদায় জানিয়েছেন এই কিংবদন্তিকে। একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা ছিলেন প্রথম দফার শেষকৃত্য, ছিলেন তাঁর তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার। 

ওয়ার্নের বাবা-মা কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন উপস্থিত ছিলেন পারিবারিক এই আয়োজনে। 

ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নকে বিদায় জানাতে আসেন অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক। শেষকৃত্য উপস্থিত ছিলেন এক সময় মাঠের সবচেয়ে বড় প্রতিপক্ষ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। 

সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন। শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইকে সেন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুইটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তাঁর কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়। 

ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন