হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহকে সম্মান জানাল চেন্নাই সুপার কিংস

ক্রীড়া ডেস্ক

রিয়ান পরাগ লং অনে ক্যাচটা ধরলেন। তাতেই মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ইনিংসেরও শেষ হয়ে গেল। বিদায়ী ইনিংসের পর মাহমুদউল্লাহকে সম্মান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে মাহমুদউল্লাহ ৯ বলে ৮ রান করে বিদায় নেন বাংলাদেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ইনিংসে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত ১৩৩ রানে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।  মাহমুদউল্লাহর সঙ্গে আছেন সূর্যকুমার যাদব—এমন দুটি ছবি কোলাজ করে চেন্নাই সুপার কিংস নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে,  ‘ক্রিকেটে স্মৃতি ও অবদান রাখায় আপনার জন্য অনেক বড় শিস বাজালাম।’ এই বাক্যের শেষে ক্রিকেটের ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাই এরপর লিখেছে,‘আপনাকে শুভকামনা মাহমুদউল্লাহ। অনেক সম্মান।’ 

বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ২২ মিনিটে মাহমুদউল্লাহকে নিয়ে পোস্ট করার পরবর্তী ১০ ঘণ্টায় মন্তব্য হয়েছে প্রায় ২ হাজারের কাছাকাছি। অনেকেই ৩৮ বছর বয়সী বাংলাদেশি ক্রিকেটারকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর জীবন পরবর্তী শুভকামনা জানিয়েছেন। মন্তব্যের ঘরে কেউ একজন লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে নম্র-ভদ্র শুধু এই মানুষটা।’ বাক্যের পরে একটা লাভ ইমোজি বসিয়েছেন সেই ভক্ত। বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২৯ মিনিট পর্যন্ত ৯২ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে। বেশির ভাগ ভক্ত-সমর্থকই লাভ রিঅ্যাকশন দিয়েছেন। ১২০০-এর মতো শেয়ার হয়েছে। 

১৫তম ওভারের প্রথম বলে মায়াঙ্ক যাদবকে লেগ সাইডে ঘোরাতে যান মাহমুদউল্লাহ। টপ এজ হওয়া বল থার্ড ম্যান দিয়ে হয়েছে চার। দ্বিতীয় বলটা লেগসাইডে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন বাংলাদেশের এই ক্রিকেটার। লং অনে পরাগ ক্যাচ ধরার পর ধারাভাষ্যকক্ষ থেকে মুরালি কার্তিক বলে উঠলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ এখানে।’ হতাশ মুখে মাহমুদউল্লাহ যখন বিদায় নেন, তখন পিঠ চাপড়ে দেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার।  

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১৩০ ইনিংসে। ১১৭.৩৮ স্ট্রাইকরেটে করেন ২৪৪৪ রান। করেছেন ৮ ফিফটি।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন