২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। দুই বছর আগের সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আকবর আলী-শরীফুল ইসলামদের বিপক্ষে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মন্ডলি খুমালোও। ৩ ওভারে ২২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সেই খুমালো এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবের হয়ে পেশাদার লিগ খেলতে সম্প্রতি ইংল্যান্ডে যান খুমালো। সেখানে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়ে কোমায় চলে গেছেন ২০ বছর বয়সী পেসার।
নর্থ পেথারটন কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলের পাশে থাকতে খুমালোর মাকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁর মা এই মুহূর্তে ডারবানের উমলাজিতে আছেন।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছিল পুলিশ। তাঁর বয়স ২৭ বছর। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম জানানো হয়নি। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে গত বছর অভিষেক হয়েছে খুমালোর। প্রাদেশিক দল কাওয়াজুলু-নাটালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। দলটির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে চুক্তিও আছে তাঁর।
খেলা সম্পর্কিত আরও পড়ুন: