ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে শুরু করার পর এবারের বিপিএলে হ্যাটট্রিক হার দেখেছে ফরচুন বরিশাল। তবে আজ বিপরীত সুযোগও পাচ্ছে তারা। এ জন্য অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে জিততে হবে তামিম ইকবালের দলকে। তাহলেই হ্যাটট্রিক জয় পাবে তারা।
ঢাকায় ফিরতি পর্বের দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। ব্যক্তিগত ১০ রানে তানজিদকে আউট করে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। এবারের বিপিএলে আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছেন সাইফউদ্দিন।
এবারের বিপিএলে সাইফউদ্দিনের প্রথম ম্যাচ হলেও বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন চট্টগ্রামের ব্যাটার ব্রাউন। বিগব্যাশের ইতিহাসে দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি করা ব্রিসবেন হিটের ব্যাটার আজও দুর্দান্ত শুরু করেছিলেন। তবে ২৩ বলে ৩৮ রান করে তাইজুলের বলে বোল্ড হতে হয় তাঁকে। ড্রেসিংরুমে ফেরার আগে অবশ্য ১ চারের বিপরীতে ৪ ছক্কা মেরেছেন তিনি।
ব্রাউনের বিদায়ের পর কিছুটা পথ হারিয়ে বসে চট্টগ্রাম। কেননা পরে ৪ রানের ব্যবধানে তাঁর মতো দ্রুত আউট হন শাহাদাত হোসেন দীপু এবং নাজিবউল্লাহ জাদরান। তবে এক প্রান্ত আগলে রেখে চট্টগ্রামকে লড়াইয়ের রান এনে দেন টম ব্রুস। নিউজিল্যান্ডের ব্যাটার দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। তাঁর অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ২ ছক্কায়। ৩১ রানে ২ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ১৮ রান করেছে বরিশাল। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ রানে অপরাজিত আছেন তামিম। বাংলাদেশি ওপেনারকে সঙ্গে দিচ্ছেন ৮ রান করা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ শেহজাদ।