হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হারটা ‘ডিলিট’ করতে বলছেন মাশরাফি

কেশব মহারাজের ফুলটস বল উড়িয়ে মারার পর মাহমুদউল্লাহ রিয়াদের মাথায় হাত দেওয়াটাই যে বলে দিচ্ছে অনেক কিছু। নিশ্চিত ছক্কা হওয়া বল এইডেন মার্করাম ক্যাচ ধরলে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ফসকে যায়। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৪ রানে। প্রোটিয়াদের বিপক্ষে এমন হৃদয়বিদারক হার মাশরাফি বিন মর্তুজা বলছেন ভুলে যেতে। 

দক্ষিণ আফ্রিকা গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ১১৩ রান করেছে। নিউইয়র্কের পিচ ব্যাটারদের জন্য যতই বধ্যভূমি হোক না কেন, ওভারপ্রতি ৬-এরও নিচে রান করতে হতো বাংলাদেশকে। ১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেটে ৯৪ রান করে ফেলে বাংলাদেশ। এখান ম্যাচের মোমেন্টাম বদলাতে থাকে পেন্ডুলামের মতো। শেষ ওভারে যখন ১১ রান দরকার, তখন বোলিংয়ে আসেন মহারাজ। জাকের আলী অনিক ও মাহমুদউল্লাহর দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার। বাংলাদেশ আটকে যায় ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে। 

৪ রানে ম্যাচ হারের কথা ভুলে গিয়ে মাশরাফি বাংলাদেশ দলকে বাকি দুই ম্যাচে মনোযোগী হতে বলছেন। কারণ নেদারল্যান্ডস, নেপাল—এ দুই দলকে হারালেই সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ। ফেসবুক পোস্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরও দুইটা চাপের ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেইন থেকে ডিলিট করা যায়, ততই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য। শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’ 
 
বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকা দল আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। একই সঙ্গে সেটা লেগবাইয়ে ৪ হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও পায়নি বাংলাদেশ। এমনকি তাওহিদ হৃদয়কে আম্পায়ার যে এলবিডব্লু দিয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মাশরাফি বলেন, ‘বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরাও বাজে খেলেছি। আশা ছাড়ছি না। ইনশা আল্লাহ সেরা আটে খেলব।’

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান