হোম > খেলা > ক্রিকেট

বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পদত্যাগ

বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর পদত্যাগ করেছে ক্রিকেট স্কটল্যান্ড বোর্ড। একটি স্বাধীন তদন্তে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের প্রমাণের প্রেক্ষিতে পদত্যাগের কথা জানায় বোর্ড।

স্পোর্ট স্কটল্যান্ড গত বছর তদন্তটি শুরু করে, যা আজ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এর আগেই গতকাল এক দীর্ঘ চিঠিতে নিজেদের পদত্যাগের কথা নিশ্চিত করে বোর্ড। একই সঙ্গে বর্ণবাদ বা অন্য যেকোনো বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েও বিবৃতি দিয়েছে বোর্ডটি।

ক্রিকেট স্কটল্যান্ডের এক কর্মকর্তা এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ক্রিকেট স্কটল্যান্ড সামনের দিনগুলোতে সংগঠন এবং খেলাধুলার জন্য যথাযথ শাসন, নেতৃত্ব এবং সমর্থন নিশ্চিত করতে অবিলম্বে স্পোর্টস স্কটল্যান্ডের সঙ্গে অংশীদারত্বে কাজ শুরু করবে। ক্রিকেটে বর্ণবাদের প্রতিবেদন প্রকাশের পর এই ব্যবস্থাগুলো পর্যালোচনা করা হবে। সেই অনুযায়ী আপডেট আসবে।’

গত বছরের নভেম্বরে স্কটিশ অফ স্পিনার মজিদ ক্যারিয়ারজুড়ে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। গায়ের রঙের কারণে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তাঁর সতীর্থ কাসিম শেখও। মজিদ খেলোয়াড়, কোচসহ আরও অনেকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছিলেন।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান