হোম > খেলা > ক্রিকেট

ভারতের শামির পাশে পাকিস্তানের জয়ের নায়ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। হারটা ঠিক মেনে নিতে পারছেন না ভারত সমর্থকেরা। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দেওয়ায় পেসার মোহাম্মদ শামি কাঠগড়ায় তুলেছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন শামি।

পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের কারণে তার ধর্ম নিয়ে কটূক্তিও করেছেন অনেক উগ্র সমর্থক। এই সমর্থকদের অনেকে তাঁকে বলছেন ‘পাকিস্তানি’। ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তাঁকে। এই অবস্থায় নিজ দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের সমর্থন-ভালোবাসা পাচ্ছেন শামি। ভারতীয় পেসার এবার পাশে পাচ্ছেন সেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ানকেও। 

রিজওয়ানের বিপক্ষেই ম্যাচে বেশি রান দিয়েছেন শামি। ঐতিহাসিক জয় পেতে শেষ তিন ওভারে পাকিস্তানের রান দরকার ছিল ১৭। শামির করা ১৮ তম ওভারের প্রথম তিন বলেই ১৪ রান নেন রিজওয়ান। ওই ওভারেই ১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। 

তবে শামির এভাবে হেনস্তার শিকার হওয়াটা মানতে পারছেন না রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ-দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে কী পরিমাণ চাপ নিতে হয়, সংগ্রাম করতে হয়, ত্যাগ শিকার করতে হয়, সেটা কখনোই পরিমাপ করা যাবে না। মোহাম্মদ শামি একজন তারকা ও বিশ্বের সেরা একজন বোলার। দয়া করে এমন ক্রিকেটারের মর্যাদা দিতে শিখুন। ভার‍ত-পাকিস্তান ম্যাচ কাউকে দূরে ঠেলে দেয় না বরং কাছে আনে।’ 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ