ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলি, রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কি ‘ফুলস্টপ’ পড়ে যাচ্ছে-এমন প্রশ্ন অনেকের মনে উঁকি দিতেই পারে। গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না এই দুই তারকা ক্রিকেটার। তবে সুনীল গাভাস্কার বিশ্বাস করেন, এই সংস্করণে এখনো তাঁদের অনেক কিছু দেওয়ার আছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারত। বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ডে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। আর আগামী ২৭ জানুয়ারি রাঁচিতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই তিন সিরিজেই নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। অ্যাওয়ে সিরিজে সহ-অধিনায়ক ছিলেন ঋষভ পন্ত। আর ঘরের মাঠে এই দুই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন সূর্যকুমার যাদব। এই সিরিজের কোনোটিতেই রাখা হয়নি কোহলি ও রোহিতকে।
গাভাস্কার মনে করেন, নতুন নির্বাচক কমিটি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাচ্ছে। ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। আমি যা দেখতে পাচ্ছি, নতুন নির্বাচক কমিটি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাচ্ছে। তার মানে এই নয় যে, কোহলি, রোহিতকে আর বিবেচনায় আনা হবে না। আর ২০২৩ সালে পুরোটা সময় যদি তারা দুর্দান্ত খেলতে পারে, তাহলে দলে থাকবে। আরেকটা ব্যাপার হতে পারে, অস্ট্রেলিয়া সিরিজ শুরু হচ্ছে। তার আগে নির্বাচকেরা তাদের হয়তো বিশ্রাম দিতে চাচ্ছে। যাতে অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত খেলতে পারে। তাতে উপকার হবে ভারতেরই।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষ দুইয়ে আছেন কোহলি ও রোহিত। ১১৫ ম্যাচে ৫২.৭৩ গড়ে ১৩৭.০৯ স্ট্রাইকরেটে কোহলি করেছেন ৪০০৮ রান। ১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩৭ ফিফটি। আর রোহিত ১৪৮ ম্যাচে ৩১.৩২ গড়ে ১৩৯.২৪ স্ট্রাইকরেটে ৩৮৫৩ রান করেছেন রোহিত। ভারতের বর্তমান অধিনায়ক করেছেন ৪ সেঞ্চুরি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি।