কাউন্টি খেলতে গিয়েই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রথমে ইংল্যান্ডে, পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে যায় তাঁর বোলিং। এবার চেন্নাইয়ে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র।
চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিব থাকবেন কি না সেই প্রশ্ন আজ সিলেটে করা হয়েছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। সংবাদ মাধ্যমকে লিপু জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল। তবে সিলেটে লিপুর কথার ৭ ঘণ্টার মধ্যেই জানা গেল সাকিব বোলিং পরীক্ষায় ব্যর্থ।
বোলিং পরীক্ষায় ব্যর্থ সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাওয়া আরও কঠিন হয়ে গেল। কারণ, ১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের প্রাথমিক দল পাঠাতে হবে বিসিবিকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন সাকিব। এছাড়া ব্যাটিংয়েও খুব একটা ধারাবাহিক নন তিনি।