হোম > খেলা > ক্রিকেট

সাকিবের ফেরার অপেক্ষায় পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ায় ওয়ানডে সংস্করণে বাংলাদেশ হয়ে পড়ে নেতৃত্বশূন্য। অবশেষে আজ এই সংস্করণে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

২০২৩ এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য আপাতত বাংলাদেশের অধিনায়ক থাকছেন সাকিব। গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সেটা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে আপৎকালীন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আর বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি-দুই সংস্করণে অধিনায়কত্ব তো তিনি করছেনই। তিন সংস্করণে সাকিব অধিনায়ক থাকবেন কি না, তা পরে জানা যাবে বলে জানিয়েছেন পাপন। যেখানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে সাকিব আছেন শ্রীলঙ্কায়। বিসিবি সভাপতি বলেন, ‘অধিনায়ক সাকিবই। এশিয়া কাপ ও বিশ্বকাপের দুটোই (আপাতত)। দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারটা পরে বলতে পারব। সাকিব এলে আলোচনা করলে বুঝতে পারব। তিনটা ফরম্যাট… (চাপ থাকবে)। এখন এটা নিয়ে কিছু বলতে পারব না।’ 

৩০ আগস্ট হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আর এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করবেন নির্বাচকেরা। পাপন বলেছেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য আপাতত ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’ 

ওয়ানডেতে সর্বশেষ ২০১৭ সালে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে ৫০ ম্যাচ খেলে ২৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছিল ও হেরেছিল বাংলাদেশ।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল