Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পিএসএলের যে ম্যাচে রেকর্ডের বন্যা

ক্রীড়া ডেস্ক

পিএসএলের যে ম্যাচে রেকর্ডের বন্যা

২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যেন ব্যাটারদেরই টুর্নামেন্ট। প্রতি ম্যাচেই চলছে রানের উৎসব। ২৪ ঘণ্টা যেতে না যেতেই ভেঙে যাচ্ছে রেকর্ড। গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতানস-কোয়েটা গ্ল্যাডিয়েটরস ম্যাচে হয়েছে রানের বন্যা। রানের বন্যার এই ম্যাচে ভেঙেচুড়ে গেছে অনেক রেকর্ড।

মুলতান সুলতানস-কোয়েটা গ্ল্যাডিয়েটরস ম্যাচের রেকর্ড: 
টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান: প্রথমে ব্যাটিং করে মুলতান সুলতানস করেছে ৩ উইকেটে ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে কোয়েটা গ্ল্যাডিয়েটরস করেছে ৮ উইকেটে ২৫৩ রান। ৪০ ওভারের এই ম্যাচে হয়েছে ৫১৫ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে ৫০০ রান হয়েছে দুবার। গত বছর পচেফস্ট্রুমে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের টাইটানস-নাইটস ম্যাচে হয়েছিল ৫০১ রান। 

দ্রুততম সেঞ্চুরি: পিএসএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন উসমান খান। ৩৬ বলে সেঞ্চুরি করেন সুলতানসের এই ব্যাটার। উসমানের আগে পিএসএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল রাইলি রুশোর। গত পরশু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন সুলতানসের রুশো। 

খরুচে কায়েস: ৪ ওভারে ৭৭ রান দিয়ে পিএসএল ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং করলেন কায়েস আহমেদ। কায়েসের আগে খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল শহীদ আফ্রিদির। গত বছর ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬৭ রান দিয়েছিলেন আফ্রিদি। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই লেগ স্পিনার। 

দশ ওভারের আগেই সর্বোচ্চ রান: পিএসএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা উসমান গতকাল ভেঙেছেন আরও একটি রেকর্ড। মুলতানের ইনিংসে ৮.২ ওভারে উসমান করেন ১২০ রান। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৮.৫ ওভারের সময় গেইল করেছিলেন ১০৫ রান। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। 

উসমান-কায়েস লড়াই: গতকাল কায়েসের বিপক্ষে ১২ বলে ৫৪ রান করেছেন উসমান, যা টি-টোয়েন্টিতে নির্দিষ্ট কোনো বোলারের বিপক্ষে নির্দিষ্ট কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। উসমানের আগে এই রেকর্ড গড়েছিলেন ক্যামেরন ডেলপোর্ট। ২০১৯ টি-টোয়েন্টি ব্লাস্টে টম কারানের বিপক্ষে ৫৩ রান করেছিলেন ডেলপোর্ট।

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত