হোম > খেলা > ক্রিকেট

গোয়ালিয়রের রাজপরিবারে শান্তদের নৈশভোজ, রাস্তায় থাকছে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালিয়র থেকে

কানপুরের পর গোয়ালিয়রেও বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ বন্ধের প্রতিবাদে গান্ধী জয়ন্তীতে দক্ষিণপন্থী দল হিন্দু মহাসভার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদী এ বিক্ষোভ সমাবেশ থেকে ২০-২৫ জন বিক্ষোভকারীকে আটকও করেছে বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর মিলেছে। 

আজ ভেন্যুতে বাংলাদেশ ও ভারতীয় দলের আসার পথে ১৪৪ ধারা কারফিউ ছিল। রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনা খুব কঠোর ছিল। আগামী রোববার ম্যাচ সামনে রেখে স্থানীয় প্রসাশন ভারতীয় আইনের ধারা সেকশন ১৬৩ জারি করেছে। এ ধারায় বলা হয়েছে, শহরের কোথাও একসঙ্গে পাঁচজন দাঁড়িয়ে কোনো আলাপ-আলোচনা, সভা এমনকি অননুমোদিত ব্যানার বহন কিংবা পোস্টার দেয়ালে লাগানো যাবে না। এটি বলবৎ থাকবে ম্যাচের পরদিন ৭ অক্টোবর সোমবার পর্যন্ত, যেদিন বাংলাদেশ-ভারত দুই দলই গোয়ালিয়র ছেড়ে যাবে। 

শহরের পুলিশ সুপার (সিএসপি) অশোক জাদোন বলেছেন, ‘অনুমতি ছাড়া প্রতিবাদ করায় মহাসভার ২০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

শহরে যখন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কঠোর স্থানীয় প্রশাসন, তখন অতিথি বরণের যথেষ্ট আয়োজনও চোখে পড়বে। ভারতের ঐতিহাসিক শহর গোয়ালিয়র। দুর্গ, রাজপ্রাসাদ আর স্থাপত্যশৈলীর এক ঐতিহ্যের নগরীতে ১৪ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই ম্যাচকে ঘিরে আয়োজনের কমতি নেই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ)। ম্যাচের আগে একটি কনসার্টের আয়োজন করতে চায় এমপিসিএ। যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফরমারও। থাকবে ডিজে ও লাইট শো। গোয়ালিয়রের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে ঐতিহাসিক ম্যাচটি স্মরণীয় করে রাখার জন্য। আর এসবই সরাসরি তদারকি করছেন গোয়ালিয়রের রাজপরিবার। 

গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া বলেছেন, ‘১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি রাখার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করব। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করব। তবে সবকিছু নির্ভর করবে বিসিসিআইয়ের অনুমতির ওপর।’ 

গোয়ালিয়রের রাজপরিবার ভারত ও বাংলাদেশ দলের সম্মানে একটি বিশেষ নৈশভোজ আয়োজন করবে। বিষয়টি নিশ্চিত করে যুবরাজ রাও সিন্দিয়া বলেছেন, ‘দুই দলের সম্মানে বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ