হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা 

ওয়ানডে সিরিজের পর শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি এ দুই দল। বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৬ রানেই ভেঙে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে ভিস্মি গুনারত্নের উইকেট নেন ফারিহা তৃষ্ণা। এরপর উইকেটে আসেন হারশিতা সামারাবিক্রমা। দ্বিতীয় উইকেট জুটিতে আতাপাত্তু-সামারাবিক্রমা যোগ করেন ৪৩ রান। আতাপাত্তুকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। ২৮ বলে ৩৮ রান করেন লঙ্কান অধিনায়ক। 

আতাপাত্তুর বিদায়ের পর আরও একটি বড় জুটি গড়তে অবদান রাখেন সামারাবিক্রমা। তৃতীয় উইকেট জুটিতে নিলাক্ষী ডি সিলভার সঙ্গে সামারাবিক্রমা গড়েন ৪৩ রানের জুটি। ৪৪ বলে ৪৫ রান করা সামারাবিক্রমার বিদায়ের পর সাময়িক ধস নামে লঙ্কানদের ইনিংসে। ২ উইকেটে ১০৭ থেকে ৬ উইকেটে ১২৪, যার মধ্যে ১৭তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে লঙ্কান দুই ব্যাটারকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৫ রান করে লঙ্কানরা। স্বাগতিকদের দেওয়া ১৪৬-এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৫ ওভারে ১ উইকেটে ৯ রান করে বাংলাদেশ।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ