হোম > খেলা > ক্রিকেট

২৩ বছরে যা হয়নি এবার সেটাই পাকিস্তানে করবে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। তবে প্রসঙ্গটা যখন টেস্টের, তখন বাংলাদেশের ভান্ডার শূন্য। ২৩ বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশ। শরীফুল ইসলাম চান এবার পাকিস্তানে ভিন্ন গল্প লিখতে।

টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ড্র। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বীরত্বে ড্র করেছিল বাংলাদেশ। খুলনা টেস্ট ছাড়া যে ২০ টেস্ট হয়েছে, সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমনকি পাকিস্তান সফরে বাংলাদেশ এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো জয় পায়নি। ২০০১ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে সব ম্যাচই হেরেছে বাংলাদেশ।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ।  অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দেশের বর্তমান অবস্থা কেমন, শরীফুলের কথায় তা বোঝা গেছে। মিরপুরে আজ সংবাদ মাধ্যমকে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গতকাল তাসকিন আহমেদসহ অনেকেই রওনা দিয়েছেন পাকিস্তানের উদ্দেশ্যে। শরীফুল এখনো যাননি। কবে যাচ্ছেন, সেই প্রসঙ্গে বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার বলেন, ‘সব ঠিক থাকলে মনে হয় ইনশা আল্লাহ কালকে যাচ্ছি।’

ফিটনেস ধরে রাখতে লাল বলে অনুশীলন চালিয়ে যেতে চান শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন,‘আমি তো দেখতেছি সবাই অনেক দিন ধরে লাল বলে অনুশীলন করছে। সবচেয়ে দেরিতে আমি যোগ দিচ্ছি। একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব ম্যানেজ করার। কারণ এখনো অনেক দিন সময় আছে। তাই ফিটনেস ধরে রেখে বোলিং করে এগোতে চাই।’

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হয়েছে গত পরশু। সেই টুর্নামেন্টে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে খেলেন শরীফুল। ৬ ম্যাচে ৫.১৭ ইকোনমিতে নেন ৭ উইকেট। কানাডার অভিজ্ঞতা পাকিস্তানে কতটা কাজে লাগবে, সেই প্রসঙ্গে শরীফুল বলেন,‘কানাডার উইকেট আর পাকিস্তানের উইকেট ভিন্ন। খেলার সংস্করণও ছিল টি-টোয়েন্টি। আর এখানে টেস্ট। পুরোপুরি ভিন্ন আর কি।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন