হোম > খেলা > ক্রিকেট

লিটন বলছেন, ভারত চাপে থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবালের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। আগামীকাল প্রথম ওয়ানডে সামনে রেখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা বলেছেন নতুন অধিনায়ক। এই সিরিজে নিজেদের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন লিটন। তবে ভারত যে বাংলাদেশকে 'আন্ডারডগ' হিসেবে ভাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

২০০৭ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন অন্যরকম উত্তেজনা। ম্যাচের ফল যা-ই হোক, ভিন্ন মাত্রা তৈরি করে দুই প্রতিবেশীর লড়াই। যার সর্বশেষটি তো অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপেই। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এক প্রশ্নে লিটন বলেন, এটা (প্রতিদ্বন্দ্বিতা) দুই দলের জন্যই ভালো। তারা আমাদের আন্ডারডগ হিসেবে ভাবতে পারবে না। আমরা রোমাঞ্চিত। ভারত অবশ্যই ভালো দল। তবে সবাই জানে, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, যেকোনো কিছুই সম্ভব।'

নিয়মিত অধিনায়ক তামিমের সঙ্গে প্রথম ওয়ানডেতে দলের এক নম্বর বোলার তাসকিন আহমেদকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে দলে যাঁরাই আছেন, সবারই সামর্থ্য আছে বলে মনে করেন লিটন, 'ভারত সব সময় ভালো দল। কিন্তু ঘরের মাঠে ওয়ানডেতে আমরাও সব সময় ভালো দল। আমরা অবশ্যই তামিম ভাই ও তাসকিনকে মিস করব। কিন্তু আমি মনে করি, যারা আছে সবারই ভালো করার সামর্থ্য আছে।'

২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও ভারত চাপে থাকবে কি না—এই প্রশ্নে লিটন বলেন, 'দর্শক সব সময় আমাদের পাশেই থাকে। তারা (ভারত) সম্ভবত চাপে থাকবে। আমরা মিরপুরের উইকেট সম্পর্কে জানি, তারা জানে না।’ প্রথমবার একটা সিরিজের দায়িত্ব পেয়েছেন লিটন। অধিনায়কত্ব নিয়ে রোমাঞ্চিত লিটন বলেন, ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন