ক্রীড়া ডেস্ক
২০২৫ আইপিএল শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাচ্ছে পরিবর্তন। দলগুলোর কোচিং প্যানেলে রদবদল চলছে নিয়মিত। সেখানে ডেল স্টেইন নতুন মৌসুমের আগে আইপিএল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা গতকাল মধ্যরাতে দিয়েছেন স্টেইন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অসংখ্য ধন্যবাদ। আইপিএলে কয়েক বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ আইপিএলে আর ফেরা হচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করব।’
২০২২ আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়েছিল। টম মুডি হায়দরাবাদের টিম ডিরেক্টর থেকে প্রধান কোচ হয়ে গিয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ব্রায়ান লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর,ব্যাটিং কোচ-দুটি দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই বোলিং কোচে নিয়োগ পেয়েছিলেন স্টেইন।
২০২৩ সালে টম মুডির পরিবর্তে হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেন লারা। ঠিক সেটার এক বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে যান স্টেইন। ২০২৪ আইপিএলে স্টেইনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন জেমস ফ্র্যাংকলিন। এই আইপিএলের ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ বছরের ২৬ মে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটা কলকাতার তৃতীয় শিরোপা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতার ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা।