হোম > খেলা > ক্রিকেট

আউট হওয়া শটকেই সেরা মনে করেছেন লিটন

ক্রীড়া ডেস্ক

ব্যাট যখন অনেক দিন ধরেই নিজের হয়ে কথা বলছে না ঠিক তখনই অপরিণামদর্শী এক শট খেলে গতকাল আউট হয়েছেন লিটন দাস। টানা তিনবার স্কুপ শট খেলে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। যেন মূল ম্যাচে এসে অনুশীলন করতে নেমেছেন তিনি!

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বলে আউট হওয়ার পর তাই সমালোচনার মুখে পড়েছেন লিটন। সঙ্গে তাঁর অনুশীলন করা নিয়েও প্রশ্ন তুলেছে কিছু সংবাদমাধ্যম। তবে সে সব নিয়ে তিনি চিন্তিত নন বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশি ওপেনার।

তৃতীয় টি-টোয়েন্টি শেষে টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন বলেছেন, ‘গণমাধ্যমকে আমার কিছু বলার নেই। আমার কাজ আমি করে যাচ্ছি। সেটা যদি হোটেলে থেকে হয়, ওটা যদি উন্নতির কাজ হয় আমি সেটাই করব। মানুষ সব সময় ফল আশা করে। আপনি যখন ফল দেবেন টানা পাঁচ দিন অনুশীলন না করেন সেটাও ভালো। কিন্তু আপনি টানা অনুশীলন করার পরও যদি ব্যর্থ হন তাহলে মানুষ ভাববে এটাই খারাপ। বিষয়টি নিয়ে আসলে আমি চিন্তিত না।’

টানা দুইবার স্কুপ শট খেলার পর জোর করে তৃতীয়বার খেলা হয়েছে কিনা এমন প্রশ্নের বিষয়ে লিটন বলেছেন, ‘আমার কাছে তখন মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা। এ জন্যই আমি চেষ্টা করেছি। বলটা যদি আরেকটু সরে চলে যেতে বাউন্ডারি পেয়ে যেতাম। এটা ক্রিকেটের একটা অংশ। কোনো সময় ভালো শট খেলে আউট হবেন আবার কোনো সময় খারাপ শটে রান করতে পারবেন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কী হয়।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি–টোয়েন্টিতে কখনোই পাওয়ার প্লেতে ৫০ রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ রান করেছে সর্বশেষ ম্যাচে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের এটা চিন্তার বিষয় কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেছেন, ‘উইকেট ভালো থাকলে ৬০ রান হবে। শুধু মাত্র রান করতে আমরাই সংগ্রাম করছি তা না, জিম্বাবুয়েও করছে। শেষ তিন ম্যাচে নতুন বল খেলা নিয়ে সবার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। শুধু আমার ক্ষেত্রে নয়, সবার জন্যই। যখন সবার জন্য সমস্যা হবে তখন মনে করতে হবে কিছুটা কঠিন আছে। উইকেট যেভাবে সহায়তা করবে গড়টা ওভাবেই যাবে।’

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন