প্রথমবার বাংলাদেশে টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি। আজ ১১৪ রানের ইনিংস খেলার পথে নতুন কীর্তিও গড়েছেন কাইল ভেরেইনে। বাংলাদেশের মাটিতে ১০ম সফরকারী উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি পেলেন তিনি। একের পর এক সুইপ শটে তিন অঙ্কের ঘরে পৌঁছান ভেরেইনে। দেখে মনে হলো, বাংলাদেশের স্পিনারদের জবাবে ‘ঝাড়ুপেটা’ করেছেন তিনি।
তবে কী মিরপুরের উইকেটে স্পিনারদের কীভাবে সুইপ শটে খেলবেন সেটি আগে থেকে ভেবে রেখেছিলেন ভেরেইনে? অবশ্য প্রোটিয়া উইকেটরক্ষক মনে করেন না, সুইপ শটে অতিরিক্ত জোর দিয়েছেন। আজ দ্বিতীয় দিন শেষে এ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মনে করি না, কোনো অতিরিক্ত জোর দেওয়া হয়েছে (সুইপ শটে)। স্পিনারদের বিরুদ্ধে আমি বেশ কিছু কাজ করেছি। আসলে নির্দিষ্ট করে উপমহাদেশের জন্য নয়। আমি যতটা সম্ভব স্পিনের বিরুদ্ধে খেলি ঘরে। আজ প্রচুর স্পিনের মুখোমুখি হয়েছি, যা করার চেষ্টা করছি সেটাই হয়েছে।’
১৩৪ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উদ্যাপনে মাতেন ভেরেইনে। তার মধ্যে ২ চারে শুধু সুইপ শটেই নেন ২৭ রান। এশিয়ার স্পিননির্ভর উইকেটে তৃতীয় দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি—এত সহজ ছিল না তাইজুল-মিরাজদের সামলানো। সেটি বোঝা গেল তাঁর কথায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে প্রথম সেঞ্চুরি। এরপর প্রায় দুই বছরের অপেক্ষার ইতি টেনে আজকের উদ্যাপন। তাতে বেশ খুশি ভেরেইনে, ‘ম্যাচের পরিস্থিতি ও অবস্থা বিবেচনায় এটা আরও ভালো (সেঞ্চুরি)। নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের ঘরের কন্ডিশন একই। নিউজিল্যান্ডে লম্বা সময়ের পর আরেকটি সেঞ্চুরি পেলাম। আমি সত্যি আনন্দিত।’
উইয়ান মুল্ডারের সঙ্গে আজ সকালটা শুরু করেছিলেন ভেরেইনে। গতকালের শেষ বিকেলের মতো সকালটাতেও দুজনে ভুগিয়েছেন সফরকারী বোলারদের। ব্যাটিংয়ের সময় কী চিন্তা করছিলেন সেটি নিয়ে ভেরেইনে বলছেন, ‘উইয়ান মুল্ডার ও আমি এবং ব্যাটাররা আজ সকালে আড্ডা দিয়েছি। কীভাবে নিজেদের কাজগুলো করব সেটি নিয়ে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে কথা বলেছি। সুইপ শট খেলার ওপরে নির্দিষ্টভাবে কোনো জোর দিইনি।’
মিরপুর টেস্টের প্রথম দিনের সকালেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় দিনে ভেরেইনেকে উইকেটে তেমন লড়াই করতে হয়নি। এ নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই সকালে পিচ গতকাল সকালের চেয়ে ভালো ছিল। জানি না, এটি শুকিয়েছে নাকি, তবে ততটা আর্দ্রতা ছিল না। দিন যত যাচ্ছে ততই কঠিন (পিচ) হবে বলে মনে হচ্ছে, তাই আগামীকাল এবং পরের দিনে (পিচ) আরও কঠিন থেকে কঠিন হবে।’