হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ শেষে সোজা বাংলাদেশে আসবে পাকিস্তান 

সেমিফাইনাল প্রায় নিশ্চিত পাকিস্তানের। বাবর আজমরা যেভাবে খেলছেন, তাতে সম্ভাবনা আছে ফাইনালেও ওঠার। আর ফাইনালে খেললে বিশ্বকাপ শেষে আর দেশে ফেরা হবে না পাকিস্তানের। দুবাই থেকে বাবর আজমরা বিমান ধরবেন বাংলাদেশের উদ্দেশে। 

এই মাসের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটির সূচি ৪ ডিসেম্বর। 

পাকিস্তানি পত্রিকা ‘দ্য নিউজ’ বলছে সেমিফাইনাল নিশ্চিত হলেই বাবর আজমরা আপাতত দেশে ফিরছেন না। দুবাই হয়ে চলে আসবেন বাংলাদেশে। আর যদি সেমিফাইনালেই শেষ হয়ে যায় বিশ্বকাপ, তবে আরব আমিরাতে কয়েক দিন বিশ্রাম শেষে ঢাকার বিমান ধরবেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে নিউজ বলছে, ‘বিশ্বকাপ আর বাংলাদেশ সফরের মাঝে ক্রিকেটাররা দেশে ফেরার সময় পাবেন না। এতে জৈব সুরক্ষাবলয় নষ্ট হতে পারে। তাই আরব আমিরাত থেকে ক্রিকেটাররা বাংলাদেশে যাবেন।’ 

তবে বিশ্বকাপ জিতলে অবশ্য হিসাব হবে অন্য। শিরোপা জয়ের আনন্দ দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করতে অল্প সময়ের জন্য দেশে ফিরে যাবেন পাকিস্তানি ক্রিকেটাররা। তখন ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পিসিবি। 

বাংলাদেশ সফরের জন্য এখনো অবশ্য দল ঘোষণা করেনি পিসিবি। টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্বকাপের বর্তমান দলটাই বাংলাদেশে যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। টেস্ট দলে পরে ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক ও সাউদ শাকিল যোগ দিতে পারেন বলে বলা হয়েছে প্রতিবেদনটিতে। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ