হোম > খেলা > ক্রিকেট

এবার আর ফিরছেন না ব্রাভো

ক্রীড়া ডেস্ক

২০১৮ সালে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে ফিরেছিলেন পরের বছরই। খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক ম্যাচ আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়ে যাওয়ার পর এবার মাথা উঁচু করেই অবসরের ঘোষণা এলো ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে। 

গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। লঙ্কানদের কাছে ২০ রানে হারের পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ক্যারিবীয়দের কাছে শুধুই নিয়ম রক্ষার। ব্রাভো সেই ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই ম্যাচের পরই আরও একবার বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। 

শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক শিরোপা জয়কেই মানছেন নিজের সেরা সাফল্য হিসেবে, ‘আমার মনে হয়েছে সময়টা চলে এসেছে। দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন ছিলই। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে ক্যারিবিয়ান অঞ্চল ও  মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করেছেন ব্রাভো। নিয়েছেন ৭৮ উইকেট। দেশের হয়ে যা করতে পেরেছেন তা নিয়ে গর্বই মিশে থাকল গতকাল বিদায় বলার সময়, ‘তিনটি আইসিসি শিরোপা জিতেছি, দুটি আবার আমার বায়ে দাঁড়ানো অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে। একটা বিষয় নিয়ে গর্ব করে বলতে পারি, তা হলো আমরা শুধু নামই কামাইনি, ক্রিকেটের এই যুগে শিরোপাও জিতেছি।’

আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ব্রাভো। তবে সেই বিশ্বকাপটা যে এভাবে শেষ হয়ে যাবে, সেটা ভাবেননি ডানহাতি এই অলরাউন্ডার, ‘বিশ্বকাপটা এমন হবে আমরা সেটা ভাবিনি। এমন বিশ্বকাপ আমরা চাইনি। তবে যা হয়েছে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ভীষণ কঠিন একটা প্রতিযোগিতা ছিল। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন