প্রথমবারের মতো ৩৫ দেশের ক্রিকেটারদের দিয়ে দুবাইয়ে হতে যাচ্ছে নারীদের ‘ফেয়ার ব্রেক’ ক্রিকেট টুর্নামেন্ট। হংকং ক্রিকেট বোর্ডের আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টের বাংলাদেশের প্রতিনিধি জাহানারা আলম ও রুমানা আহমেদ। গতকাল শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দল বার্মি আর্মিতে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার রুমানা আর জাহানারা খেলবেন ফ্যালকনে।
২০১৮ সালে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগটির হয়েছিল হংকংয়ে। সেবার টুর্নামেন্ট হয়েছিল ছোট পরিসর। এবার হচ্ছে বড় পরিসরে। ৬ দলের এই টুর্নামেন্টে খেলতে এখন দুবাইয়ে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। যাওয়ার আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম বলেছেন, ‘৩৫টা দেশের ক্রিকেটার আসবে। তাদের মানসিকতা, চিন্তা-ভাবনা, দক্ষতা, সবকিছু নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। ম্যাচে কী কী হতে পারে, চাপ কীভাবে উতরে যাওয়া যায়, সবকিছু মিলিয়ে ভালো অভিজ্ঞতা হবে, এটা আমার জন্য ভালো একটা সুযোগ।’
বার্মি আর্মির সতীর্থদের সঙ্গে একটি সেলফি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন রুমানা। এভাবেই ভক্ত-সমর্থকদের সঙ্গে সতীর্থদের পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। বার্মি আর্মিতে রুমানা সতীর্থ হিসেবে পেয়েছেন ৯ দেশের ১২ ক্রিকেটার। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে রুমানা আজকের পত্রিকাকে বলেছেন, ‘ব্যাটিং উন্নতিতে এ ধরনের টুর্নামেন্ট অনেক কাজে দেয়। চেষ্টা করব টুর্নামেন্টে ভালো করার।’
ফেয়ার ব্রেক টুর্নামেন্টে জাহানারাদের প্রথম ম্যাচ আগামী পরশু, আর রুমানাদের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার।