হোম > খেলা > ক্রিকেট

আফগান সিরিজে সাকিবকে রাখতে ফারুকের সংকেতের অপেক্ষায় তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগান সিরিজে সাকিবকে রাখা এখন নির্ভর করছে বিসিবি সভাপতি ফারুকের ওপর। ছবি: বিসিবি

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ছিল সাকিব আল হাসানের। প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে। নানা কারণে সেই টেস্টটি আর খেলা হয়নি তাঁর। ইতিমধ্যে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব। গত বিশ্বকাপেই তিনি খেলেছেন তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

সাকিব ওয়ানডেকে বিদায় জানাতে চান আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তাঁর সেই ইচ্ছা পূরণও যে সহজ নয়, কিছুদিনের নানা ঘটনায় তা পরিষ্কার। সামনে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (৬, ৯ ও ১১ নভেম্বর) দল এ সপ্তাহে চূড়ান্ত করে ফেলতে চান নির্বাচকেরা। সেটিতে সাকিব কি থাকছেন, সে আলোচনা এসে যাচ্ছে অবধারিতভাবে।

কাল বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছিল বোর্ডের চাওয়ায়। কিন্তু কেন খেলেননি, তা সবারই জানা। আফগানিস্তান সিরিজে তাঁর খেলা পুরোপুরি বোর্ড সভাপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিজিওর কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেয়েছি, সাকিব সম্পূর্ণ ফিট। তবে দল ঘোষণার আগে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আবারও ফিজিওর প্রতিবেদন নেব।’

ক্রীড়া উপদেষ্টার পরামর্শ মেনে দেশে সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সামনে ওয়ানডে সিরিজটা দেশের বাইরে, এখানে সাকিব খেলবেন কি খেলবেন না, সেটা জানতে নির্বাচক প্যানেল তাকিয়ে ফারুকের দিকে। বর্তমানে আরব আমিরাতে থাকা বিসিবি সভাপতির দেশে ফেরার কথা কাল।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন