ক্রীড়া ডেস্ক
সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি করা অভ্যাস বানিয়ে ফেললেও টেস্টে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বিরাট কোহলি। অবশেষে প্রায় সাড়ে তিন বছর পর আজ টেস্টে সেঞ্চুরি করলেন কোহলি। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। সেঞ্চুরি করে ভারতীয় এই ব্যাটার পৌঁছে গেলেন শচীন টেন্ডুলকারের আরও কাছে।
ভারতের ব্যাটিং ইনিংসের ১৩৯তম ওভারে তিন অঙ্কের দেখা পেয়েছেন কোহলি। ওভারের তৃতীয় বলে নাথান লায়নকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নিয়েছেন। তাতে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ২০১৯-এর নভেম্বরে টেস্ট ক্যারিয়ারে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড টেন্ডুলকারের। ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার অজিদের বিপক্ষে টেস্টে করেছেন ১১ সেঞ্চুরি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ভাগ বসিয়েছেন সুনীল গাভাস্কারের রেকর্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাভাস্কারও করেন ৮ সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
শচীন টেন্ডুলকার: ১১
বিরাট কোহলি: ৮
সুনীল গাভাস্কার: ৮
ভিভিএস লক্ষ্মণ: ৭
চেতেশ্বর পূজারা: ৬