Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রংপুরের অর্ধেক রানই করে দিলেন নিশাম

ক্রীড়া ডেস্ক

রংপুরের অর্ধেক রানই করে দিলেন নিশাম

টানা ৮ ম্যাচ জিতে শেষ চার আগেই নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। অবশ্য শুধু শেষ চার নয়, সব মিলিয়ে ৯ জয়ে ১৮ পয়েন্টে এখন শীর্ষে আছে তারা। বিপিএলে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে রংপুর। 

কুমিল্লার বিপক্ষে এই রানটাও হতো না যদি ছয়ে নেমে দুর্দান্ত ফিফটি না করতেন জিমি নিশাম। আজ রংপুরের শুরুটা হয় ধাক্কায়। দলীয় ৫ রানের মাথায় ৪ রানে আউট হন ব্র্যান্ডন কিং। তানভীর ইসলামের বলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। 

তবে এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর কাজটা করছিলেন সাকিব আল হাসান। অবশ্য তিনে নেমে ২৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। ১৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। সাকিবের আউটের পরেই ম্যাচে একাই লড়াই চালিয়ে যান নিশাম। শেষ দিকের ব্যাটারদের নিয়ে দলকে ১৫০ রানের সংগ্রহ এনে দেন তিনি। 

৪২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিশাম। ১৬৪.২৮ স্ট্রাইকরেটের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়। দলের প্রায় অর্ধেক রানই করে দিয়েছেন তিনি। রংপুরকে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল। ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার মুশফিক। অন্যদিকে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন রাসেলও। আরেক ক্যারিবিয়ান ম্যাথিউ ফোর্ড নিয়েছেন ২ উইকেট। টানা নবম জয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাইলে নিশামের মতোই বোলিংয়ে দারুণ কিছু করতে হবে রংপুরের কোনো বোলারকে।

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও

অতিরিক্ত ডট বলই ডুবিয়েছে বাংলাদেশকে, শান্তর দায় স্বীকার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ছিটকে পড়ল বাংলাদেশ