হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে ইনজামামের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে একের পর এক হারে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা ভাঙতে বসেছে পাকিস্তানের। তার মধ্যে বাবর আজমদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গেও। এই বিতর্কের মাঝে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান। 

সোমবার পিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইনজি। পিসিবির নিবন্ধিত খেলোয়াড়দের সঙ্গে তালহা রেহমানির মালিকানাধীন একটি ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের শেয়ার আছে—যেটি কিনা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদির মতো তারকাদের এজেন্টও। আর এই কারণে খেলোয়াড় নির্বাচনে স্পষ্টতা ছিল না ও স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, এমন অভিযোগ ওঠার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন ইনজামাম। 

পিসিবি জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খেলোয়াড়দের স্বার্থের সংঘাতের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি দ্রুততার সঙ্গে পিসিবির কাছে তাদের প্রতিবেদন ও যেকোনো সুপারিশ জমা দেবে। পদত্যাগের প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘লোকজন খোঁজখবর ছাড়াই কথা বলে। আমার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং পদত্যাগ করার সিদ্ধান্তই ভালো মনে হয়েছে।’ 

তিনি আরও বলেছেন, ‘যদি পিসিবি আমার বিরুদ্ধে তদন্ত করতে চাই, আমি রাজি। লোকজন কোনো প্রকার প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে কথা বলছে। যদি কোনো প্রমাণ থাকে তবে সামনে আনুন। আমি পিসিবিকেও একই কথা বলেছি। খেলোয়াড় এজেন্ট কোম্পানির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এই ধরনের অভিযোগ আমাকে কষ্ট দিয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে আইসিসি

বিদেশের লিগে লিটন-নাহিদ রানাদের খেলা উচিত : শান্ত

কেউ আমার বল সহজে খেলবে, মানতে পারি না

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

‘লিটনের থেকে অনেক কিছু শিখছে তামিম’

নিজের দলের ভরাডুবি হলেও তামিমের খেলা চমৎকার লেগেছে শাকিবের

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

সোহান-সাদমানের সেঞ্চুরির দিনে তামিমদের দুর্দান্ত জয়

শাকিব যদি প্রস্তাব দেন তাসকিন কি সিনেমা করবেন

আইপিএলকে টেক্কা দিতে সৌদির ৬ হাজার কোটি টাকা লিগের পরিকল্পনা