হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল খেলতে না পারা দুজনই রান ও উইকেটের রাজা

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন বাবর আজম। সর্বোচ্চ রানের দিক দিয়ে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারলেন না কেউ। আর ১৬ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছিল শেষ চারের আগেই। আর পাকিস্তান থেমেছিল শেষ চারে।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর করেছিলেন ৩৪ বলে ৩৯ রান। এর আগে সুপার টুয়েলভে ৫ ম্যাচের চারটিতেই ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক। ছয় ম্যাচে ৬০.৬০ গড় আর ১২৬.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন ওয়ার্নার। 

 ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নারের রান ২৮৯। অস্ট্রেলিয়ান ওপেনারের গড় ৪৮.১৬ আর স্ট্রাইক রেট ১৪৬.৭০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার করেছেন ২৮১ রান। আর এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান জশ বাটলার আছেন এই তালিকার চার নম্বরে। ইংলিশ ওপেনারের রান ২৬৯। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা চারে নিউজিল্যান্ডের কেউ না থাকলেও উইকেট শিকারের তালিকায় অবশ্য দুই নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। ১৪ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। আর ১৬ উইকেট নিয়ে সবার ওপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান লেগ স্পিনারের পর ১৪ উইকেট নিয়ে বোল্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন অ্যাডাম জাম্পা। এই তিনজনের পরেই আছেন ১১ উইকেট নেওয়া সাকিব আল হাসান ও জশ হ্যাজেলউড। 

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন