নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম দুই ম্যাচের মতো ব্যাটিংয়ের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলতেই নিজেদের ভুলে রানআউট হন তামিম ইকবাল। এরপর আরও দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
আজ হারারেতে তৃতীয়বারের মতো টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান।
ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন তামিম। অন্য প্রান্তে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। পাওয়ার প্লেতে কয়েকটা বাউন্ডারি এলেও বেশ ডটবল দিয়েছেন জিম্বাবুয়ের পেসাররা ৷ দলীয় ৪১ রানের মাথায় বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের শিকার হন তামিম।
বিজয় রানের জন্য ডাক দিলে ছুটে যান তামিম। তবে ততক্ষণে বল ফিল্ডারের হাতে আটকা পড়ায় রান নিতে চাননি বিজয়। নন-স্ট্রাইকে ফেরত আসার আগেই তামিমকে রানআউট করেন স্বাগতিকেরা। ৩০ বলে ৩ চারে ১৯ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
তিনে এসে গোল্ডেন ডাকে ফেরেন নাজমুল হোসেন শান্ত ৷ চারে আসা মুশফিকও ফেরেন রানের খাতা শূন্য রেখে। উইকেটে ৪৪ রানে ব্যাট করা বিজয়ের সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদের স্কোর ১।