হোম > খেলা > ক্রিকেট

আঙুল ভেঙে বিশ্বকাপ নিয়ে শঙ্কায় সাউদি 

ক্রীড়া ডেস্ক

যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। নিউজিল্যান্ড দলের অবস্থা এখন তেমনি। বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পুরোদমে সুস্থ পেতে টুর্নামেন্ট শুরুর আগে তারা সিদ্ধান্ত নিয়েছে দ্বিপক্ষীয় সিরিজে অদল-বদল করে খেলোয়াড়দের খেলানোর। তবে সেই আশা হয়তো তাদের পূরণ না-ও হতে পারে। 

কেননা, বিপদের আশঙ্কার জায়গায় কিউইদের বিপদ নেমে এসেছে। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে টিম সাউদির চোট সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপকে বড় ধাক্কা দিয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে জো রুটের ক্যাচ নিতে গিয়ে অভিজ্ঞ পেসারের ডান হাতের বুড়ো আঙুলের হাড় স্থানচ্যুত হয়েছে। চোট পেয়ে মাঠ ছাড়ার পর পরে ব্যাটিংও করতে নামেননি তিনি। এতে করে বিশ্বকাপে খেলা নিয়ে ৩৪ বছর বয়সী পেসারকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা জানা যাবে আজ। গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে বলেছে, ‘আগামীকাল (আজ) যখন তার চোট মূল্যায়ন করা হবে। তখন বোঝা যাবে পুনর্বাসনের সময়রেখা কেমন হবে।’ 

গতকাল শেষ হওয়া চার ম্যাচের ওয়ানডে সিরিজে সাউদির আগে চোটে পড়েছিলেন কিউইদের আরও দুই ক্রিকেটার। যদিও পরে ড্যারিল মিচেল ও ফিন অ্যালেন সুস্থ হয়ে উঠেছেন। দুই সতীর্থর মতো সাউদি দ্রুত সুস্থ হতে পারবেন কি না তাই এখন দেখার বিষয়। এমনিতেই ওয়ানডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা রয়েছে নিউজিল্যান্ড। তার ওপর অভিজ্ঞ পেসারের চোট। দুই তারকা ক্রিকেটারকে স্কোয়াডে রেখেই অবশ্য বিশ্বকাপের দল ঘোষণা করেছে এনজেডসি। 

সাউদির দুঃসংবাদের দিন সিরিজও হেরেছে কিউইরা। ৩–১ ব্যবধানে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। গতকাল সিরিজ সমতার ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে হেরেছে কিউইরা।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন