ক্রীড়া ডেস্ক
ভেন্যু, টুর্নামেন্ট যা-ই হোক, বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত ব্যাটিং করছেন বাবর। তাঁর (বাবর) ব্যাটিংয়ে মুগ্ধ রমিজ রাজা করেছেন মজাদার এক মন্তব্য।
পাল্লেকেলেতে গতকাল বিকালে মুখোমুখি হয় গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৩ উইকেটে ১৮৮ রান করে গল। রান তাড়া করতে নামা কলম্বো স্ট্রাইকার্সের ওপেনিংয়ে ব্যাটিং করেন বাবর। ৩৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ফিফটি করেন তিনি। তাঁর দুর্দান্ত সব শটে যেন মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। এমনকি বাবরকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছেন। ফিফটির পর বাবরকে নিয়ে ধারাভাষ্যকক্ষে রমিজ বলেন, ‘ক্লাস, গুণাগুণ, ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটি করেছে। এমন পরিস্থিতিতে সে ভালো ব্যাটিং করতে পারে। আমি সত্যিই তাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই।’
ফিফটি করেই শুধু বাবর থেমে থাকেননি, করেছেন সেঞ্চুরিও। ৫৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। ৫৯ বলে ৮ চার ও ৫ ছক্কায় তাঁর ১০৪ রানের ইনিংসে কলম্বো স্ট্রাইকার্স ১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে। ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। এবারের এলপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। ৫২.৭৫ গড়ে ২১১ রান করেছেন তিনি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স। দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে কলম্বো।