যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আজম খান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের তুলোধুনো করে খেলেছেন ৫৮ বলে ১০৯ রানের ইনিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরে এটাই প্রথম সেঞ্চুরি।
আজম খানের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স।
টি-টোয়েন্টিতে এর আগে আজম খানের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৮ রান। ৮ ছক্কা ও ৯ চারে ১৮৭ স্ট্রাইকরেটে টি-টোয়েন্টি ফরম্যাটে পেলেন প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরির জন্য শেষ ওভারে আজমের প্রয়োজন ছিল আরও ৮ রান। ৪ বল ব্যাট করার সুযোগ পেয়ে চট্টগ্রামের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে সিঙ্গেলের সঙ্গে ২টি ছক্কা ও একটি চার মারেন পাকিস্তানি ব্যাটার।