নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে-কলমে বেশ শক্তিশালী দল গঠন করেও এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলা হচ্ছে না তাদের।
জাতীয় দলের ব্যস্ততায় বেশির ভাগ তারকা ক্রিকেটারকে পায়নি মোহামেডান। টানা হারে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়েও তাই থাকা হলো না ঐতিহ্যবাহী দলটির।
যদিও দশম রাউন্ডে এসে আশা জিইয়ে রেখেছিল মোহামেডান। তবে নবাগত রূপগঞ্জ টাইগার্সের জয়ে কিঞ্চিত সম্ভাবনাও শেষ হয়ে গেছে। আজ বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চম দল হিসেবে সুপার লিগে উঠেছে রূপগঞ্জ।
আগে ব্যাটিং করে মেহেদী মারুফের ফিফটিতে ৭ উইকেটে ২০৫ রান তোলে গাজী গ্রুপ। জবাবে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ। হারলেও ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ খেলবে গাজী গ্রুপ।
শিরোপাপ্রত্যাশী বাকি চার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।