হোম > খেলা > ক্রিকেট

আপাতত লিটনের কাঁধে বাংলাদেশ

তামিম ইকবালের হঠাৎ অবসরে ওলটপালট হয়ে গেছে অনেক কিছু। বাংলাদেশের ওয়ানডে দল হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। এমন অবস্থায় আপৎকালীন অধিনায়কের নাম জানিয়েছেন নাজমুল হাসান পাপন। 

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজে তামিম ছিলেন অধিনায়ক ও আর সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেন ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। তামিমের অবসর ঘোষণায় লিটনকে ওয়ানডে অধিনায়ক করেছেন পাপন। গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে সহ-অধিনায়ক নেতৃত্ব দেবে। লিটন দাস রয়েছে।’ 

কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন লিটন। চোটে পড়ায় টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। লিটনের নেতৃত্বে এই টেস্টে বাংলাদেশ ৫৪৬ রানের জয় পায়। আর সীমিত ওভারে নেতৃত্ব বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতের বিপক্ষে। 

তামিমের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি। মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল তাঁর। ওয়ানডে অভিষেকে ১৪ বলে ৪ রান করেছিলেন রনি। ৮ ও ১১ জুলাই হবে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ