ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার এখন থেকে দেওয়া হবে শেন ওয়ার্নের নামে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এক যৌথ বিবৃতিতে আজ এই ঘোষণা দিয়েছে।
চলতি বছরের ৪ মার্চ থাইল্যান্ডে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) তাঁর স্মরণে শেন ওয়ার্ন স্ট্যান্ড করা হয়েছে। কিংবদন্তি লেগস্পিনারের নামে নামকরণের পর আজই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। বক্সিং ডে টেস্টে এমসিজিতে খেলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘যেহেতু তিনি অস্ট্রেলিয়ার সর্বকালের কিংবদন্তিদের একজন আর টেস্ট ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন, তাই তার সম্মানে এই পুরস্কারের নামকরণ করছি।’
১৯৯২ থেকে ২০০৭-দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ টেস্ট ও ১৯৪ ওয়ানডে খেলেন ওয়ার্ন। সাদা পোশাকে নিয়েছিলেন ৭০৮ উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ৩৭ বার ও ১০ বার নিয়েছিলেন ম্যাচে ১০ উইকেট। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট শিকারী মুত্তিয়া মুরলিধরনের পরেই আছেন তিনি।
আর ওয়ানডেতে ওয়ার্ন নিয়েছিলেন ২৯৩ উইকেট, যার মধ্যে ১ বার ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছিলেন প্রয়াত এই কিংবদন্তি।
সিএ’র বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে শেন ওয়ার্ন পুরস্কার তো প্রতিবছর দেওয়া হবেই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার তিন সংস্করণের বর্ষসেরা ক্রিকেটার পাবেন অ্যালান বোর্ডার মেডেল এবং নারী ক্রিকেটারদের জন্য রয়েছে বেলিন্ডা ক্লার্ক মেডেল।