হোম > খেলা > ক্রিকেট

কোহলিকে টি-টোয়েন্টিতে বাদ দেওয়ার পক্ষে কপিল

ক্রীড়া ডেস্ক

অনেক দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। লম্বা সময় ধরে ব্যাটে রান নেই ভারতের সাবেক এই অধিনায়কের। সম্প্রতি তাঁর বিশ্রামের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন, বিশ্রাম না, কোহলিকে চাইলে টি-টোয়েন্টি দল থেকে বাদও দেওয়া যেতে পারে। এ সময় রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়ার উদাহরণও সামনে আনেন তিনি। 

টেস্টে ৪৪২ উইকেটের মালিক অশ্বিন ছন্দহীনতার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। একই বিবেচনায় টি-টোয়েন্টি দল থেকে কোহলিকেও বাদ দেওয়া যেতে পারে বলে মনে করেন কপিল। ভারতের কিংবদন্তি এই অলরাউন্ডার বলেছেন, ‘পরিস্থিতি এখন এমন যে, আপনাকে বাধ্য হয়ে টি-টোয়েন্টিতে কোহলিকে বেঞ্চে বসাতে হবে। যদি বিশ্বের ২ নম্বর বোলারকে টেস্টে বাদ দেওয়া যায় তবে বিশ্বের এক নম্বর ব্যাটারও বাদ পড়তে পারে।’ 

কোহলি এখন নিজের ছায়ায় ঢাকা পড়েছেন উল্লেখ করে কপিল আরও বলেছেন, ‘বছরের পর বছর যেভাবে কোহলি ব্যাট করে আসছিল, সেভাবে সে আর ব্যাট করতে পারছে না। সে খ্যাতি পেয়েছে তার পারফরম্যান্সের জন্য। তবে সে যদি এখন পারফর্ম করতে না পারে, তবে যেসব তরুণ পারফর্ম করছে তাদের আপনি বাইরে রাখতে পারেন না। আমি ইতিবাচক অর্থে দলে জায়গার জন্য লড়াই দেখতে চাই। তরুণদের কোহলিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।’ 

কপিল মনে করেন, যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলিকে ‘বিশ্রাম’ দেওয়া হয়, তবে সেটাকে ‘বাদ’ হিসেবে ধরে নেওয়ায় ভালো হবে।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন