ক্রীড়া ডেস্ক
বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির সুযোগ পেয়েও করতে পারেননি স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে সুযোগ হাতছাড়া হলেও আজ ঠিকই সেঞ্চুরি পেয়েছেন তিনি। সিডনি টেস্টের শতক দিয়ে স্যার ডান ব্র্যাডম্যানকে ছাড়িয়েও গেছেন তিনি।
আজ দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলার এনরিখ নরকিয়ার বলে পুল শটে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেছেন স্মিথ। এটি তাঁর ক্যারিয়ারে ৩০তম সেঞ্চুরি। এই শতক দিয়েই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন তিনি। ২৯ সেঞ্চুরি নিয়ে এত দিন তালিকার ৪ নম্বরে ছিলেন এই কিংবদন্তি। সেঞ্চুরির পরপরই অবশ্য ফিরে গেছেন স্মিথ। ১০৪ রানে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বলে সাজঘরে ফিরেছেন সাবেক অধিনায়ক।
ব্র্যাডম্যানকে ছাড়িয়ে এখন যৌথভাবে তিনে আছেন স্মিথ। সমান ৩০ সেঞ্চুরি নিয়ে সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের সঙ্গে ৩ নম্বরে আছেন তিনি। কিংবদন্তির সঙ্গে সেঞ্চুরির সংখ্যা সমান হলেও ম্যাচ কম খেলেছেন স্মিথ। দুবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটারের ১০৩ টেস্টের বিপরীতে ৯২ ম্যাচ খেলেছেন স্মিথ।
অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরির তালিকায় সবার শীর্ষে আছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ক্রিকেটের অভিজাত সংস্করণে ৪১ সেঞ্চুরির মালিক দুবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
৩২ সেঞ্চুরি নিয়ে কিংবদন্তির পরেই আছেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।