ক্রীড়া ডেস্ক
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুধু নিষিদ্ধই হননি, আজীবন অস্ট্রেলিয়ান ক্রিকেটের যেকোনো ফরম্যাটে নেতৃত্ব দিতে পারবেন না ওয়ার্নার, এমন ঘোষণাই দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
তবে ওয়ার্নারের অবসরের পরেই গত মাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবারও নিজ দেশে অধিনায়কত্ব শুরু করছেন এই ওপেনার। আগামী বিগ ব্যাশ লিগের জন্য ওয়ার্নারকে অধিনায়কত্ব দিয়েছে সিডনি থান্ডার।
এর আগেও তিনি বিবিএলে থান্ডারকে নেতৃত্ব দিয়েছেন। গত দুই মৌসুমে অধিনায়কত্ব করেছেন ক্রিস গ্রিন। সিডনির নেতৃত্ব ফিরে পেয়ে ওয়ার্নার বলেন, এবারের আসরে পুনরায় সিডনিকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বড় বিষয়। আমি শুরু থেকে দলের সঙ্গে রয়েছি। এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে।
ওয়ার্নার বিবিএলের গত দুই মৌসুমে থান্ডারের হয়ে অনিয়মিতভাবে মাঠে নামেন। খেলেছিলেন আট ম্যাচ। জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির কারণেই অবশ্য খেলা হয়নি নিজ দেশের এ ফ্র্যাঞ্চাইজ লিগ। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাবেক এ ওপেনারকে পুরো মৌসুমের জন্য দলে পাবে সিডনি। এ কারণে দেওয়া হয় নেতৃত্ব।
সিডনি থান্ডারের স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ওয়েস অ্যাগার, ক্যামেরন ব্যানক্রফট, স্যাম বিলিংস, অলিভার ডেভিস, লকি ফার্গুসন, ম্যাট গিলকেস, ক্রিস গ্রিন, লিয়াম হ্যাচার, স্যাম কনস্টাস, নিক ম্যাডিনসন, নাথন ম্যাকঅ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, উইলিয়াম সালজমান, ড্যানিয়েল সামস, জেসন সাঙ্ঘা ও তানভীর সাঙ্ঘা।