ক্রীড়া ডেস্ক
যত দিন যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নানা পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছে। চলমান আন্দোলনে তরুণ সমাজকে পিঠ চাপড়ে দিয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান।
সারা দেশে আজ চলছে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি’। আগের চেয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। টিভি, ফেসবুক থেকে জানা যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। উত্তপ্ত পরিস্থিতির দিনে বাংলাদেশ সময় বিকেলে সোহান পোস্ট দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদের সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরের ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থপরতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপৎগামী করার চেষ্টা করবেন না। তাদের নষ্ট করবেন না।’
আন্দোলন নিয়ে সিনিয়র তারকা ক্রিকেটারদের বেশ নীরব ভূমিকা দেখা গেলেও সোহানকে সেখানে বেশ সরব দেখা যাচ্ছে। গত তিন দিনে তিনি ফেসবুকে তিনটি পোস্ট দিয়েছেন।