হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একের পর এক হারে যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল, তখন সুখবর দিয়েই চলেছেন মেয়েরা।

জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তান বধ করছে বাংলাদেশের মেয়েরা। এবার ব্যক্তিগত সাফল্যে রচিত হলো নতুন ইতিহাস।

হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে আক্ষরিক অর্থেই হয়েছে নতুন ‘সূর্যোদয়’। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি।

আজ সালমাকে ছাড়িয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন গাইবান্ধার মেয়ে শারমিন। ২৫ বছর বয়সী এ ওপেনার গড়েন আরেকটি রেকর্ড। পুরো ৫০ ওভারই খেলে অপরাজিত থাকেন ১৩০ রানে। তাঁর ১৪১ বলের দুরন্ত ইনিংসটি ১১ বাউন্ডারিতে সাজানো। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে গণনা করছে আইসিসি।

শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে গড়েছে ৩২২ রানের পাহাড়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মার্কিন মেয়েরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৬ রান। একটি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ ও সালমা। অন্য দুজন রানআউটে কাটা পড়েছেন। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ