Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভারতে স্টেইনের পরে হাসান, প্রথম দিনে আরও যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ভারতে স্টেইনের পরে হাসান, প্রথম দিনে আরও যত রেকর্ড

দুর্দান্ত পেস আক্রমণে শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেন। তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটি পুরোপুরি বাংলাদেশি পেসারের হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দারুণ জুটিতে দুজনে গড়েছেন রেকর্ড। এ ছাড়া আরও কিছু রেকর্ড ও হয়েছে আজ। দেখে নেওয়া যাক সেসব— 


টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে অশ্বিনের সেঞ্চুরির সংখ্যা। ব্যাটিং পজিশনে ৮ বা তার নিচে নেমে সর্বোচ্চ সেঞ্চুরিতে তাঁর ওপরে আছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি (৫)। 


চিপুকে এ নিয়ে টেস্টে পাঁচবার ৫ উইকেট ও দুই সেঞ্চুরি পেলেন অশ্বিন। এক ভেন্যুতে একাধিক সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট পাওয়া দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার তিনি।  


এ বছর টেস্টে শুবমান গিলের ডাক সংখ্যা। এক পঞ্চিকাবর্ষে তিন বা তার বেশি ডাক মারা ষষ্ঠ ভারতীয় হিসেবে এই লজ্জার রেকর্ড গড়লেন তিনি। 

৪২
চেন্নাইয়ে ৯০ বছরের টেস্ট ইতিহাসে ৪২ বছর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সবশেষে অধিনায়ক হিসেবে ১৯৮২ সালে এমন সাহস দেখিয়েছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার। 

১৯৫
সপ্তম উইকেটে অশ্বিন-জাদেজার জুটি। টেস্টে প্রথম দিনে সাত বা তার চেয়ে নিচের উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটির রান। এর আগেরটি কীর্তিটি ছিল নিউজিল্যান্ডের জেসি রাইডার ও ড্যানিয়েল ভেট্টরির। ২০০৯ সালে হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ১৮৬ রান করেছিলেন দুজনে। 

৪/৫৮
চেন্নাই টেস্টে হাসানের বোলিং। ২০০০ সালের পর ভারতে টেস্টের প্রথম দিনে ৪ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার তিনি। ২০০৮ সালৈ আহমেদাবাদে ডেল স্টেইন ২৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম