ক্রীড়া ডেস্ক
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিচেল মার্শকে আউট করে গতকাল বুনো উদ্যাপন করেছিলেন শরিফুল ইসলাম। এটির জন্য অবশ্য শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি পেসার। এর আগে অবশ্য মার্শের সঙ্গে বাদানুবাদেও জড়িয়েছিলেন এই বাঁহাতি পেসার।
ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে শরিফুলকে। সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ঘটেছে ঘটনাটা। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মার্শ। বলটা ফিল্ডার মোহাম্মদ নাঈমের হাতে জমা হওয়ার পর মার্শের কাছে গিয়ে চিৎকার করে উদ্যাপন করেন শরিফুল।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে নিজের আচরণবিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নেওয়ায় পরে তাঁর শুনানির দরকার পড়েনি। এই প্রথম শরিফুলের নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। এটি আগামী ২৪ মাস থাকবে।