হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপ জিততে বেশি দূরে নেই, বলছেন হৃদয় 

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জয়ের স্বাদ তাওহিদ হৃদয় আগেই পেয়েছেন। ২০২০ সালে ভারতকে হারিয়ে বাংলাদেশ যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে, সেই দলের একজন হৃদয়। এখনো পর্যন্ত সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। হৃদয় চান বাংলাদেশ জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের যে ভগ্নদশা, সেটা বোঝা গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বেও বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়। তবে বাংলাদেশ যদি দল হিসেবে খেলতে পারে, বিশ্বকাপ জেতা খুব একটা কঠিন কিছু নয় বলে মনে করেন হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘লাল সবুজের গল্প’তে আজ প্রচারিত হয়েছে হৃদয়ের সাক্ষাৎকার। বাংলাদেশের তরুণ ব্যাটার বলেন, ‘চোখ খুললেও অনুভব করি যে সে সময়টায় (২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে) কী করেছিলাম। এখন সময় এসেছে জাতীয় দলের হয়ে অন্তত এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা। কাপ নেওয়া। ভালো করা না, কাপ নিতে চাই। শুধু এটা আমি না, সবাই চাই। আমাদের দিক থেকে যদি সেরাটা দিয়েই চেষ্টা করতে থাকি, ইনশা আল্লাহ বেশি দিন দেরি নেই যে কাপ নিয়ে নেব।’ 

হৃদয়ের মতে, আইসিসি ইভেন্ট জিতলে সেই দলের কদর অনেক বেড়ে যায়। উদাহরণস্বরূপ তিনি অস্ট্রেলিয়ার নাম উল্লেখ করেছেন। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফি—অজিরা আইসিসি ইভেন্ট জয়ের একটা চক্র পূরণ করে ফেলেছে। হৃদয় বলেন, ‘আইসিসি ইভেন্ট জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা আইসিসি ইভেন্ট জিতব, তখন সেভাবে মূল্যায়ন করবে সবাই, যেটা এখন অস্ট্রেলিয়া বা বড় বড় দলের খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়। আইসিসি ইভেন্টে যখন আমরা দুই-একটা ট্রফি জিতব, তখন আমাদের মানসিক সন্তুষ্টি, আত্মবিশ্বাস এবং নতুন প্রজন্ম যারা আসবে, তাদেরও সেভাবে মূল্যায়ন করা হবে। তাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাপারটা।’ 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩ সালের মার্চে পথচলা শুরু হৃদয়ের। ১৪ মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২২ ম্যাচ। ৩০.২৬ গড় ও ১৩১.৫৯ স্ট্রাইকরেটে করেন ৪৫৪ রান। করেছেন দুটি ফিফটি। 

আরও পড়ুন:

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন