ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে জিম্বাবুয়ের ৪১ রানে ৭ উইকেট তুলে নিয়ে অল্প রানে আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলিয়ে বাংলাদেশকে ১২৫ লক্ষ্য দিয়েছে সফরকারীরা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত ১ রানে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন দাস। সতীর্থ হারানোর ধাক্কা সামলিয়ে এখন বাংলাদেশের রান এগিয়ে নেওয়ার দায়িত্ব তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে তাঁদের দায়িত্ব পালনের আগে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। চট্টগ্রামে বৃষ্টি নামায় এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেটে ১০ রান।
বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলে বাংলাদেশকে করতে হবে ১১৫ রান। এই রান করতে বাংলাদেশের হাতে বল রয়েছে ১০২টি এবং ৯ উইকেট। এর আগে তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে অল্প রানেই জিম্বাবুয়েকে আটকাতে পারত বাংলাদেশ।
সেটা অবশ্য হতে দেননি জিম্বাবুয়ের ব্যাটার ক্লাইভ মাদান্দে (৪৩) ও ওয়েলিংটন মাসাকাদজা (৩৪)। দুজনে মিলে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে ১২৪ রান এনে দিয়েছেন। তাসকিনের মতো ৩টি উইকেট নিয়েছেন ১৮ মাস পর খেলতে নামা সাইফউদ্দিন।