Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মোসাদ্দেকের ঘূর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

মোসাদ্দেকের ঘূর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ। প্রথম ওভারেই মোসাদ্দেকের জোড়া আঘাতে স্বপ্নের মতো শুরু করেছে বাংলাদেশ।পরের ওভারেই নিয়েছেন আরও তিন উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২ রান।

ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক। ফিরিয়েছেন  রেগিস চাকাভাকে। টি-টোয়েন্টিতে এ নিয়ে সপ্তম বলেই প্রথম বলে উইকেট পেল বাংলাদেশ। ওভারের শেষ বলে ফিরিয়েছেন আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ওয়েসলি মাদহেভেরেকে (৪)। প্রথম ওভারে ৫ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মোসাদ্দেক। নিজের দ্বিতীয় ওভারে এসেও সাফল্য পেয়েছেন মোসাদ্দেক। এবার লিটনের হাতে ক্যাচ বানিয়েছেন ক্রিগ আরভিনকে (১)। স্কোরবোর্ডে তখন দেখাচ্ছে রান তুলতেই ৩ উইকেট নেই জিম্বাবুয়ের। 

নিজের তৃতীয় ওভারে এসে শন উইলয়ামসকে ফিরিয়ে মোসাদ্দেক একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লের শেষ ওভারে নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে ৬ রান দেন শরীফুল ইসলাম। পরের ওভারে স্পেলের শেষ ওভারে এসে মিল্টন সুম্বাকে হাসান মাহমুদের হাতে ক্যাচ বানিয়ে নিজের ফাইফার পূরণ করেন মোসাদ্দেক। ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন মোসাদ্দেক। এই সংস্করণে সর্বশেষ ৫ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ৫ উইকেট পান বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। 

 

 

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার