Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এবার অনাপত্তিপত্র পেলেন তাসকিনও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার অনাপত্তিপত্র পেলেন তাসকিনও

বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় আইপিএল-পিএসএলের প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাঁকে। এবার সুখবরই পেলেন তাসকিন আহমেদ। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম সংস্করণে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। যদিও গত বছর জিম-আফ্রো টি-টেন লিগে খেলেছিলেন তিনি। 

জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিউটি শেষে লম্বা একটা বিরতি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাত ক্রিকেটার। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় সেটি আপাতত স্থগিত রয়েছে। 

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাঁদের। 

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ ও হৃদয়। ৬ জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এই টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান। 

আগামী ২৫ জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এখানে খেলবেন সর্বোচ্চ বাংলাদেশের ৪ ক্রিকেটার। বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব ও পেসার শরীফুল। মন্ট্রিল টাইগার্সে সাইফউদ্দিন ও রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হবে ১১ আগস্ট। 

ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলবে। কেউ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য।’

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা