হোম > খেলা > ক্রিকেট

অধিনায়ক হতে প্রস্তুত তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ শারজায় গেলেন তাসকিন আহমেদ। আজকের পত্রিকা ফাইল ছবি

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের পরই কৌতূহল তৈরি হয় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। টেস্ট ও ওয়ানডে অধিনায়কের তালিকায় এরই মধ্যে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আলোচনায় তাসকিন আহমেদের নাম। আজ শারজায় রওনা দেওয়ার আগে তাসকিনও বলে গেলেন, বিসিবি চাইলে তিনি অধিনায়ক হতে প্রস্তুত।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে আজ তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’

তাসকিনের আশা আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট সাধারণত স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে।’ তিনি আরও যোগ করলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ দলের একাংশ আজ রওনা দিয়েছে। এই ভাগে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সৌম্য সরকার, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন। দলের বাকি ক্রিকেটাররা আগামীকাল একই সময়ে আমিরাতগামী ফ্লাইট ধরবেন। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর, দ্বিতীয়টি ৯ নভেম্বর, তৃতীয়টি ১১ নভেম্বর।

ব্যাট ছুড়ে মেরে শাস্তি পেলেন শেখ মেহেদী

বিপিএলে ‘দেশের সম্মানহানি’ হওয়ায় সরকারের বিশেষ কমিটি

ব্র্যাডম্যানের স্মৃতি ফিরিয়ে খাজার ২৩২

খুলনার কাছে বড় হারে রংপুর বলছে, ‘ভাগো বাহে, ভাগো...’

১২ বছর পর রঞ্জিতে কোহলি, দর্শকদের ‘হাঙ্গামা’

নাঈমের বিস্ফোরক সেঞ্চুরিতে বেঁচে রইল মিরাজদের আশা

বাংলাদেশ সবখানেই তলানিতে নেমে যাচ্ছে, বলছেন সাবেক ভারতীয় ক্রিকেটার

১০৬ রানে হেরে শেষ সুযোগটুকু হাতছাড়া বাংলাদেশের

ভারতকে হারাতে পারলে বাংলাদেশের ৫০ শতাংশ কাজ হয়ে যাবে

শান্তকে বরিশালে কোথায় খেলাবেন, বুঝতে পারছেন না তামিম

সেকশন