হোম > খেলা > ক্রিকেট

কোহলি-জাদেজারা আইপিএলে যেভাবে লাখপতি থেকে কোটিপতি

কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হবে ১৬তম আইপিএল। অল্প সময়ে কোটিপতি হওয়া যায় বিধায় অনেক ক্রিকেটারই এই টুর্নামেন্টকে পাখির চোখ করে থাকেন।

গতকাল ক্রিকট্র্যাকার তাদের ফেসবুক পেজে লাখপতি থেকে কোটিপতি হওয়া ১০ ক্রিকেটারের নাম উল্লেখ করেছে। ১০ ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আইপিএল শুরুর মৌসুম ২০০৮ থেকে এখনো খেলছেন। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২ লাখ ভারতীয় রুপিতে শুরু করা কোহলির দাম এখন ১৫ কোটি। এবারও বেঙ্গালুরুর হয়েই খেলছেন ভারতীয় এই ব্যাটার। আর রাজস্থান রয়্যালসের হয়ে শুরু করা জাদেজার দাম ১০ লাখ থেকে হয়েছে ১৬ কোটি রুপি। ভারতীয় এই বাঁহাতি স্পিনার এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

১০ ক্রিকেটারের তালিকায় সবচেয়ে বেশি ১৭৫ গুণ দাম বেড়েছে সঞ্জু স্যামসনের। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেকে স্যামসনের দাম ছিল ৮ লাখ রুপি। ২০২৩ আইপিএলে তাঁর দাম হয়েছে ১৪ কোটি রুপি। ভারতীয় এই ব্যাটার এবার খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। দুই বছরের ব্যবধানে ৪০ গুণ দাম বেড়েছে ভেঙ্কটেশ আয়ারের। ২০২১ আইপিএলে কলকাতার হয়ে ২ কোটি রুপিতে শুরু করা ভেঙ্কটেশের দাম এখন ৮ কোটি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার এবারও খেলবেন কলকাতার হয়ে। 

আইপিএলে লাখপতি থেকে কোটিপতি ১০ ক্রিকেটার (ভারতীয় রুপি) 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ