হোম > খেলা > ক্রিকেট

‘হট সিট’ জেনেও বাংলাদেশের কোচ হয়েছেন সিমন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দল ছেড়ে চলে যেতে হলো কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। অবশ্য এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটে এবারই যে প্রথম, তা নয়। বরং চুক্তির মেয়াদ শেষের আগেই কোচ বদল করাই যেন বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এসব জেনেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছেন ফিল সিমন্স। 

কোচ হয়ে বাংলাদেশে আসার পর গতকালই প্রথম সংবাদ সম্মেলন করেছেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। সেখানেই তিনি বললেন, ‘আন্তর্জাতিক কোচের প্রতিটি চাকরিই হট সিট। বাংলাদেশে কাজটা হয়তো বেশি কঠিন। তবে আমার কাজটা হবে, খেলোয়াড়েরা যাতে নিজের মতো করে খেলতে পারে, উপভোগ করতে পারে, ম্যাচ জিততে পারে, সেটা নিশ্চিত করা।’ 

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া নিয়ে ক্যারিবিয়ান কোচ আরও বলে গেলেন, ‘গত দুই দিন আমার চমৎকার সময় কেটেছে। আমি বলব না, এই দুই দিন আমার কঠিন সময় কেটেছে। তরুণেরা আগের চেয়ে ভালো পারফর্ম করছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে জেতাটা চাট্টিখানি কথা নয়। তরুণদের খেলায় উন্নতি আনাটা কঠিন কাজ। তবে তাদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, তাদের (শেখার) ইচ্ছে আছে।’ 

সাকিব আল হাসানকে কেন্দ্র করে গত দুই দিন উত্তাল ছিল মিরপুরের হোম অব ক্রিকেটের আশপাশ। বাইরের এসব ব্যাপারও নজর এড়ায়নি সিমন্সের। তবে তিনি মনোযোগটা রাখতে চান শুধু ক্রিকেটেই, ‘বাইরের কিছুর দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কাজ মাঠে মনোযোগ ধরে রাখা। আমি কেবল সেই বিষয়গুলোর ওপর ফোকাস করি, যেগুলো আমার নিয়ন্ত্রণে থাকে এবং সেটা হলো প্রস্তুতি।’ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বছর পর বাংলাদেশ আবার টেস্ট সিরিজ খেলতে নামছে। এই সিরিজটিকে একটি বড় সুযোগ হিসেবেও দেখছেন সিমন্স, ‘বাংলাদেশ দল ঘরের মাঠে সব সময় অসাধারণ ক্রিকেট খেলে। সিরিজ জেতার দারুণ সুযোগ এটি। তবে দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত দল, তারাও ম্যাচ জিততে চাইবে। তাই সিরিজটি দুই দলের জন্যই কঠিন হবে।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন